তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতেই বাংলাদেশ বেশি দাপুটে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাই শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে অংশ নিয়েছিল গতবারের সেমিফাইনালিস্টরা। কিন্তু ভারতের কাছে হেরেছে তারা। দ্রুত ৫ উইকেট হারিয়ে তাওহীদ হৃদয় ও জাকের আলীর দেড়শ ছাড়ানো জুটিতে অল্প পুঁজি হলেও বল হাতে ভারতকে কিছুটা হলেও চাপে রাখতে পেরেছিল নাজমুল হোসেন শান্তর দল।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হারের পর পাকিস্তান পা রেখেছে বাংলাদেশ। সেখানেই তারা খেলবে গ্রুপের শেষ দুটি ম্যাচ। রাওয়ালপিন্ডিতে শনিবার অনুশীলন সেশন চলাকালে জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক বললেন, বাংলাদেশের দ্রুত পাঁচ উইকেটের পতন ছিল দুর্ঘটনা, এমন কিছু হবে না পরের ম্যাচে।
রাজ্জাক সাংবাদিকদের বলেছেন, ‘একটি ম্যাচেই আমরা এভাবে পাঁচ উইকেট হারালাম। এটাকে বেশি না টানাই ভালো।’
হৃদয় ও জাকের ১৫৪ রানের জুটি গড়েন ষষ্ঠ উইকেটে। বাংলাদেশ ২২৮ রানের সংগ্রহ করে। তারপর ২১ বল হাতে রেখে ভারত জিতে গেছে ৬ উইকেটে।
ব্যাটিংয়ে শুরুতেই ধসের খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে। এমন কিছুর পুনরাবৃত্তি আর হবে না বিশ্বাস সাবেক স্পিনারের, ‘এটা ছিল একটা দুর্ঘটনা। আমরা এমন দল তো নই। দুর্ঘটনাবশত হয়ে গেছে। তারা রানের মধ্যে নেই, এটা বলা হবে ভুল। আমাদের টপ অর্ডার ওয়ানডেতে এত খারাপ নয়। শেষ ম্যাচেই শুধু আমরা বাজে খেললাম। তাছাড়া সবকিছু ঠিক আছে। পরের ম্যাচে এমন কিছু আর ঘটবে না।’
আগামী সোমবার এই ভেন্যুতেই বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে।
0 Comments